বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থ। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হচ্ছে। তবে সামান্থার ঘনিষ্ঠজনেরা সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
তবে এবার এ বিষয়ে সামান্থা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। জানালেন, সত্যিই অসুস্থতায় ভুগছেন সুদর্শনা এ অভিনেত্রী।
শনিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সামান্থা জানান, সেপ্টেম্বরে তার শরীরে অটো ইমিউন কন্ডিশন “মাইওসিটিস” ধরা পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়া, এটি একটি বিরল সমস্যা। এর ফলে শারীরিক দুর্বলতা ও কোষে ব্যথা দেখা দেয়। যা ক্রমশ খারাপের দিকে ধাবিত হয়।
তবে ভক্তদের জন্য সুখবর হলো- আপাতত ভয়ের কারণ নেই, চিকিৎসার সুবাদে সামান্থা ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন।
এ বিষয়ে সামান্থা বলেন, “কয়েক মাস আগে আমার শরীরে মাইওসিটিস ধরা পড়ে। ভেবেছিলাম এটা সেরে যাওয়ার পর তোমাদেরকে জানাবো; কিন্তু এটা সারতে আমার প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, সবসময় আমাদের নিজেকে শক্ত দেখানোর প্রয়োজন নেই। এই দুর্বলতা গ্রহণ করার বিষয়টা তেমনই।”
ভক্তদের এভাবেই ভালোাবাসা জানালেন সামান্থা
সামান্থা আরও বলেন, “চিকিৎসকরা আত্মবিশ্বাসী যে, আমি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। আমি ভালো দিন এবং খারাপ দিন পার করেছি, শারীরিকভাবে এবং মানসিকভাবে। এমনও দিন গেছে, যখন আমার মনে হয়েছে আর একদিনও সহ্য করতে পারবো না। কীভাবে যেন সেই দিনও চলে গেছে। এসবের মানে হলো আমি সুস্থতার আরও একদিন কাছাকাছি চলে এসেছি। ভালোবাসি তোমাদের।”
গত ২৭ অক্টোবর প্রকাশ্যে এসেছে সামান্থা অভিনীত নতুন সিনেমা “যশোধা”র ট্রেলার। সামান্থার প্রথম ছবি হিসেবে এটি পুরো ভারতজুড়ে একসঙ্গে মুক্তি পাবে। হরি-হরিশ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ভারালক্ষ্মী শরৎকুমার, উন্নি মুকুন্দন, রাও রমেশ, মুরালি শর্মা প্রমুখ। মিথোলজিক্যাল গল্পে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।
Array