স্পোর্টস ডেস্ক: ২০৩২ ব্রিসবেন অলিম্পিক গেমসের আয়োজক অস্ট্রেলিয়া। এজন্য শহরের মূল কেন্দ্র থেকে সরাসরি স্টেডিয়ামে যাওয়ার জন্য একটা টানেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১২৭ বছরের এই ঐতিহাসিক স্টেডিয়াম ভাঙার পরিকল্পনা হয়েছে। বাজেট প্রায় এক বিলিয়ন ডলার। একইসঙ্গে পাশের একটি পার্ক ও স্কুল ভেঙে সেখানে গেমসের ভেন্যু নির্মাণের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। তবে বাদ সেধেছে স্থানীয়রা। তারা চায় না কোনো কিছু ধ্বংস করা হোক। অপরূপ গ্যাবার সৌন্দর্যে মুগ্ধ বাংলাদেশও চায় না নিজেদের বিশ্রী পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে। পুঁচকে জিম্বাবুয়ে যে পরম পরাক্রমশালী দল হিসাবে আজ বাংলাদেশের প্রতিপক্ষ। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে দুদলের জন্যই এই ম্যাচ গুরুত্বপূর্ণ।
গ্যাবা মানে পেস ও বাউন্স আতঙ্ক। মজার ব্যাপার হলো শেন ওয়ার্ন এই মাঠের সবচেয়ে সফল বোলার। নাথান লায়নও সফল। উইকেট শুষ্ক। তবে বাউন্সও থাকবে বলে ধারণা করা হচ্ছে। পেসে বাউন্স পেলে দুদলই হয়তো সমান অবস্থানে থাকবে। আর স্পিনে বাউন্স কাজে লাগাতে পারলে জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশেরই বেশি সুবিধা পাওয়ার কথা।
বাংলাদেশ দলের ভেতরে-বাইরে চলছে টানাপোড়েন। দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার আগে সাকিব ও তাসকিন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন।
এদিকে সিডনি থেকে আগেরদিনের ভ্রমণ ক্লান্তি কাটানোর জন্য বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল কাল। ইয়াসির আলী-নুরুল হাসানরা নিজেদের ঝালিয়েছেন। পাকিস্তানকে হারিয়ে উজ্জীবিত জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম এদিন সংবাদ সম্মেলনে বলেন, ‘অবশ্যই আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আমরা জিম্বাবুয়েকে সমীহ করছি। তারা পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেছে। আমি তাদের প্রতিটি বল দেখেছি। তারা যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছে সেটা সত্যিই অবিশ্বাস্য।’
ব্রিসবেনে রৌদ্রোজ্জ্বল দিন কেটেছে কাল। তবে এখানে কখন আবহাওয়া বদলায়, বৃষ্টি হয়, আগে থেকে অনুমান করা কঠিন। বাংলাদেশ এখানেই তাদের অনুশীলন ক্যাম্প করেছে। তবে বৃষ্টি তাতে বাদ সাধে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে সাকিব প্রার্থনা করবেন যেন বৃষ্টি না হয়। জয় দিয়েই হয়তো বিতর্ক আড়ালে ফেলে আলোয় ফিরতে চাইবেন তিনি।
Array