এফ.জে ওমর, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে সিড্যা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন শরীয়তপুর ৩ আসনের সাংসদ জননেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক এম.পি। এরই পরিপ্রেক্ষিতে আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ শে অক্টোবর) সকাল ১১ টায় সিড্যা হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সাংসদ জননেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, জেলা পরিষদের সদস্য ওসমান গনি।
উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আব্দুল হাদী জিল্লু ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জননেতা নাহিম রাজ্জাক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান মানেই সুনাগরিক গঠনের কারখানা। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা অধিক গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে আপনাদের সন্তানরা আধুনিক শিক্ষার পাশাপাশি দীনিশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে দশ লক্ষ টাকা এই প্রতিষ্ঠানটির কল্যাণের জন্য দিব ইনশাল্লাহ।
Array