মোঃ আতাউর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চেকপোস্ট বসিয়ে নাটোর ক্যাম্প, র্যাব-৫ অভিযান পরিচালনা করে সাড়ে ছাব্বিশ কেজি গাঁজা ও ১টি পিককাপসহ পাঁচ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।
শনিবার (২৯ শে অক্টোবর) সকালে র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে ২৮ অক্টোবর ২০২২ ইং তারিখ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকার মোঃ জয়নাল প্রামানিক এর বসতবাড়ীর সামনে আত্রাই হইতে সিংড়াগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে
একটি সাদা-হলুদ রঙের পিকআপ হতে
গাঁজা ২৬.৫ কেজি, মোবাইল -০৭ টি সিমকার্ড- ০৯ টি, মেমোরী- ০৩ টি, সাদা-হলুদ রংয়ের পিকআপ- ০১ টি, মাদক বিক্রয় লব্ধ নগদ- ১৯,৩৩০/- টাকাসহ মোঃ রিপন ইসলাম (২৬) (ড্রাইভার), পিতা- মোঃ আতোয়ার রহমান মোঃ রুবেল হোসেন (২৫) (হেলপার), পিতা-মোঃ শাহ জালাল, এ দুজনের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায়।
বাঁকী তিনজনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়,
মোঃ মুন্নাব আলী (৩৮), পিতা-মৃত আশকান আলী মোঃ সাগর আলী (২২), পিতা- মৃত বাবু হোসেন, মোঃ জিসান আলী (১৯), পিতা- মোঃ ফটিক আলী, আটক করা হয়।
আটককৃত ব্যক্তিগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজেদের কাছে হেফাজত রেখে পরিবহণে করে বিক্রি করে বলে সাক্ষীর সামনে স্বীকার করেন।
আটককৃতগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
Array