আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন সেভাস্তোপলের গভর্নর (রাশিয়া নিযুক্ত) মিখাইল রাজভোজায়েভ। তিনি বলেছেন, “বালাক্লাভা তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ট্রান্সফরমারের সামান্য ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সেভাস্তোপলের গভর্নর জানান, হামলায় বিদ্যুৎ সরবরাহের কোনো ঝুঁকি দেখা দেয়নি। এটি বিদ্যুৎ সরবরাহকে প্রভাবিত করবে না। যে ট্রান্সফরমারটিতে আগুন লাগে হামলার সময় সেটি কার্যকর ছিল না। রক্ষণাবেক্ষণাধীন ছিল। প্ল্যান্টের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ক্রিমিয়া উপদ্বীপ থেকে ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সেখানে তাদের সাহায্য করছেন ইরানের সামরিক বাহিনীর ড্রোন বিশেষজ্ঞরা। সেনাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন তারা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, “আমরা এটা নিশ্চিত করছি, ক্রিমিয়ায় রাশিয়ার যেসব সেনা আছেন, তারা ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোয় ক্রিমিয়া উপদ্বীপ থেকে কিয়েভে ড্রোন হামলা চালানো হয়েছে।”
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ আয়ত্তে নেয় রাশিয়া। এরপর দ্বীপটিকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধের জন্য সেনাদের প্রশিক্ষণ ও সোভিয়েত আমলের সামরিক ঘাঁটি আবারও সচল করার জন্য এই উপদ্বীপকে ব্যবহার করছে ক্রেমলিন। রাশিয়ার সেনাদের এই ক্রিমিয়া দিয়েই ইউক্রেনের মূল ভূখণ্ডে পাঠানো হচ্ছে।
Array