বার্তা কক্ষ
27th Oct 2022 1:42 pm | অনলাইন সংস্করণ
শিক্ষা বার্তা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর। তবে ভর্তির সময় ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গত সোমবার ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির সময় ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷
এ ছাড়া নিজ নিজ বিভাগে ওরিয়েন্টেশনের মাধ্যমে ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
গত ২৫ জুলাই ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। ২৫ জুলাই সি ইউনিটের, ২৬ জুলাই এ ইউনিটের এবং ২৭ জুলাই বি ইউনিটের পরীক্ষা নেওয়া হয়।
Array