নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার বিশেষ আদালত।
গত ১৯ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ শামস জগলুল হোসেন এ মামলায় তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
ট্রাইব্যুনাল বেঞ্চের কর্মকর্তা শামীম আল মামুন বাসসকে বলেন, অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশের দিন ১৯ অক্টোবর ধার্য ছিল। অভিযুক্ত শামীমা আদালতে হাজির হননি, তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেছিলেন। তবে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেন।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন আলমগীর হোসেন নামে এক গ্রাহক।
মামলার নথি থেকে জানা যায়, বাদি তার দুটি অ্যাকাউন্টের মাধ্যমে ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ২৮ লাখ টাকার পণ্য অর্ডার করেন ও অগ্রিম টাকা পরিশোধ করেন। অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে ইভ্যালি তাকে পণ্য পৌঁছে দেওয়ার কথা থাকলেও সাত মাস পরেও তিনি তা পাননি। পরে তিনি মামলা করেন।
তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপ-পরিদর্শক প্রদীপ কুমার ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর শামীমা ও রাসেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
Array