নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় ১৮,৪৮৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে ধানি জমি ১৭,৯৪২ হেক্টর।
মঙ্গলবার (২৫ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক হাফিজুর রহমান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, “বাতাসের চাপে ধান নুয়ে পড়েছে। অন্যান্য ফসলেরও একই অবস্থা। এখন পরিচর্যা করে ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব।”
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর খুলনায় ৯৩,১৮৫ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। সবজি চাষ হয়েছে ৯৭০ হেক্টর জমিতে। এর মধ্যে ১৭,.৯৪২ হেক্টর জমির ধান এবং ২৯৩ হেক্টর জমির সবজি সিত্রাংয়ে ক্ষতির কবলে পড়েছে। ৫৩৭ হেক্টর কলা বাগানের মধ্যে ক্ষতি হয়েছে ১৩৪ হেক্টরের। ৩৭৫ হেক্টর পেঁপে বাগানের মধ্যে আক্রান্ত হয়েছে ৯৫ হেক্টর। ৮৫৮ হেক্টর পানের বরজের আক্রান্ত হয়েছে ৫ হেক্টর। ২০ হেক্টর মরিচ খেতের মধ্যে আক্রান্ত হয়েছে ৬ হেক্টর। এছাড়া ধনিয়া, মাসকলাই ও সরিষার ৮ হেক্টর ফসল পুরোটাই ক্ষতির সম্মুখীন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন বলেন, “সিত্রাংয়ের প্রভাবে সুন্দরবনের কোনো ক্ষতি হয়নি। জলোচ্ছ্বাস হওয়ায় বনের অভ্যন্তরের কিছু পুকুর, বন বিভাগের ফাঁড়ি ও অফিসের রাস্তা তলিয়ে গেছে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।”
Array