ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় নয়ন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বাড়িঘরে হামলা ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
রবিবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সবুজ মিয়া (৫৫), চান মিয়া (৬২), আহত সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩৬) ও নিহতের ছেলে এমদাদুল হক (১৮)।
নিহতের ছেলে রুহুল আমিন বলেন, “কয়েক দিন আগে লুডু খেলা নিয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরেই একই গ্রামের হাফিজ উদ্দিন আকন্দের ছেলে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম উদ্দিন আকন্দের নেতৃত্বে তার ভাই সুমন (২৬), নিজাম উদ্দিন আকন্দ (৪৫), হাবিল আকন্দ (৩২), লিমন আকন্দ (১৯), কাজলের ছেলে অন্তর (২৭), তাহির উদ্দিন আকন্দের ছেলে সাদ্দাম আকন্দ (৪০), বিল্লাল (১৯), রিয়াজ উদ্দিনের ছেলে সোহাগ (২৬)-সহ ১৫ থেকে ১৬ জন রাত ৮টার দিকে রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।”
তিনি আরও বলেন, “হামলায় আমার বাবাসহ পাঁচজন আহত। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।”
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীম আল নোমান জানান, হাসপাতালে আনার আগেই নয়ন মিয়া মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃতদহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Array