ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় এটি উপকূল থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে আছে এখন। ঝড়ের প্রভাবে আগামীকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি চলবে। একইসঙ্গে নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোকে আগের ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে রাজধানী ঢাকাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে। ঝড় যত এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ার বেগ বাড়তে পারে আগামীকালও এই আবহাওয়া বজায় থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় “সিত্রাং” এর প্রভাবে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারি অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে অতিভারী অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর শঙ্কা প্রকাশ করেছে।
এদিকে ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।
রংপুর ও রাজশাহী বাদে দেশের প্রায় বেশির ভাগ এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে।
ভোর ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী সর্বোচ্চ বৃষ্টি হয়ে খেপুপাড়ায় ৭১ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৫, ময়মনসিংহে ১, খুলনায় ১৩, বরিশালে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
Array