মায়ের জীবন বাঁচাতে ঢাকার মহাখালী, তেজগাঁও ও গাজীপুর চৌরাস্তার অলিতে গলিতে নিজের কিডনি বিক্রির পোস্টার লাগিয়ে আলোচনায় আসেন শেরপুরের যুবক মেহেদী হাসান। তার মায়ের চিকিৎসার টাকার জন্য কিডনি বিক্রি করতে চাওয়া মেহেদী নামের এক তরুণের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ খবর জায়েদ খানের নজরে এলে তিনি মেহেদীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার দুপুরে মেহেদী ও তার মায়ের সঙ্গে দেখা করেছেন জায়েদ খান।
সোশ্যাল মিডিয়ায় মেহেদী ও তার মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, মেহেদীর মায়ের চিকিৎসার জন্য তার কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আমাকে দেখে, আমার মা নেই শুনে বললেন তুমি আমার এক সন্তান। তার পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি! মায়ের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’
জায়েদ এই স্ট্যাটাসে মেহেদীক হাসানকে নিয়ে রিপোর্ট করা টিভি প্রতিবেদককেও ধন্যবাদ জানান।
মায়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্য চেয়ে লাগানো পোস্টারে মেহেদী লেখেন- ‘মাকে বাঁচানোর জন্য আমি আমার একটি কিডনি বিক্রি করতে চাই। দয়া করে কেউ উপহাস করবেন না। আমার মাকে বাঁচাতেই হবে।’ পোস্টারে নিজের ফোন নম্বরও দেন ওই তরুণ।
Array