আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতভর অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্যকে হত্যা করেছে তালেবান নিরাপত্তা বাহিনী।
শনিবার (২২ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রশাসনের মুখপাত্র মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য জানান।
খবরে বলা হয়, গোপন আস্তানায় চালানো অভিযানে আইএসের যে সদস্যরা নিহত হয়েছে তারা গত কয়েক সপ্তাহের মধ্যে হওয়া বড় দুটি হামলার সঙ্গে জড়িত ছিল, নগরীর এক মসজিদে ও এক নারী শিক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছিল তারা; শিক্ষা কেন্দ্রে হামলায় বহু নারী শিক্ষার্থী নিহত হয়েছিল।
আহমাদি বলেন, “নিহতরা ওয়াজির আকবর খান মসজিদ ও কাজ ইনিস্টিটিউটে হামলাকারী।”
তিনি বলেন, “অভিযানে তালেবান নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে।”
তবে কোনো গোষ্ঠী ওই মসজিদে ও কোচিং সেন্টারে হামলার ঘটনায় দায় স্বীকার করেনি।
গত ৩০ সেপ্টেম্বর কাজ ইনিস্টিটিউটের নারী শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই বালিকা ও তরুণী।
এর আগে ২৩ সেপ্টেম্বর ওয়াজির আকবার খান এলাকার কাছে এক মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাত জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছিল।
ওয়াজির আকবর খান এলাকাটি কাবুলের অত্যন্ত সুরক্ষিত একটি এলাকা যা একসময় কথিত ‘‘গ্রিন জোনের’’ অংশ ছিল এবং এখানে বিদেশি দূতাবাস ও সেনা ঘাঁটি ছিল।
Array