আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তে এটির সব আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা বলছেন, একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজটি আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও যারা উড়োজাহাজে ছিল দুর্ভাগ্যক্রমে তারা সবাই মারা গেছেন।
স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের কিন শহরে এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি বিধ্বস্ত হয়েছে।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
বাসিন্দারা জানিয়েছেন, একটি বড় ভবনে এসে ধাক্কা খায় প্লেনটি। এরপরই সেটিতে আগুন লেগে যায়। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও ভবনটিতে প্রবেশ করতে পারেনি বাসিন্দারা।
শুক্রবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সিএনএনকে জানায়, ছোট আকারের বিচক্র্যাফ্ট সিয়েরা উড়োজাহাজটি সন্ধ্যা ৭টার দিকে কিন ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের উত্তরাংশে বিধ্বস্ত হয়।
এরইমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত তদারকি করবে এবং পরবর্তীতে বিস্তারিত জানাবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
Array