আতাউর রহমান, নাটোর প্রতিনিধি:
“গতিসীমা মেনে চলি-সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপজেলা চত্তর থেকে র্যালি বের করা হয়।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাংবাদিক সালাহ্ উদ্দিনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, লালপুর থানার এস আই হিমাদ্রী, নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপিত আব্দুর রশিদ মাষ্টার, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি জামিরুল মাস্টার, নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সদস্য ফজলুর রহমান, ফারহানুর রহমান রবি, ফেরদৌস রহমান মনি, আলমাচ হোসেন, জামিল হোসেন, শিমুল আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ।
Array