রাজশাহী প্রতিনিধি: রাজধানীর বংশালের মালিটোলায় বিদ্যুৎস্পৃষ্টে আশিক মিয়া (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মালিটোলার মোগলটুলি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী রায়হান জানান, আশিক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অরেলশোমা গ্রামের কৃষক ছুটু মিয়ার ছেলে। মালিটোলা একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি। সেখানেই থাকতেন।
তিনি বলেন, “কারখানায় সিঁড়ির পাশে বৈদ্যুতিক পানির মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন আশিক। সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
Array