ajkalerbarta
04th Aug 2021 8:48 am | অনলাইন সংস্করণ
ভক্তদের চমকে দিকে এবার নারী রূপে হাজির হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সরদার প্রোডাকশন ব্যানারে ‘ভাইরাল বউ’ শিরোনামে নতুন এক নাটকে শিগগিরই নারীর বেশে দেখা যাবে তাকে।
বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনেতা। সেখানে নারীর সাজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, শিগগিরই নতুন নাটক চলে আসতাছে, দেখতে হলে চোখ রাখুন।
ছবিতে হিরো আলমকে দেখা যাচ্ছে- কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছেন তিনি। আর গায়ে জড়িয়েছেন টকটকে লাল শাড়ি এবং কাঁধে লেডিস ব্যাগ নিয়ে নারীর মতন দাঁড়িয়ে আছেন।
Array