নিজস্ব প্রতিবেদক:
উত্তর আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর সংশ্লিষ্ট এলাকা এবং বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আগামী ২৫ অক্টোবর আঘাত হানতে পারে। এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
বুলেটিনে তারা জানায়, উত্তর আন্দামান সাগর এবং সংশ্লিষ্ট এলাকায় ঘূর্ণিবর্তের প্রভাবে বুধবার উত্তর আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর সংশ্লিষ্ট এলাকা এবং বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা বৃহস্পতিবারও এসব এলাকায় সক্রিয় রয়েছে।
এটি পশ্চিম-উত্তরে অগ্রসর হয়ে আগামী ২২ অক্টোবর দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হতে পারে। ২৩ অক্টোবর এটি পরিণত হতে পারে ভারি নিম্নচাপে।
পরবর্তীতে এটি পুনরায় উত্তর দিকে বেঁকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২৪ অক্টোবর বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে।
এরপর এটি ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্বদিকে সরে ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িষা উপকূলে আঘাত হানতে পারে।
এ অবস্থায় আগামী ২৩ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলেদের সাগরে নামতে নিষেধ করেছে আইএমডি।
এছাড়া, বর্তমানে গভীর সাগরে অবস্থানরতদেরও ২২ অক্টোবর রাতের মধ্যেই তীরে ফিরে আসার জন্য বলা হয়েছে বুলেটিনে।
Array