আতাউর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ বিষয়ে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ই অক্টোবর) সকাল ১০ টার সময় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ৭ং ডুমরাই ওয়ার্ড কোভিড- ১৯ ভ্যাকসিন গ্রহণ বিষয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য সারাদেশে ৫- ১১ বছর বয়সের শিশুদের কোভিড- ১৯ টিকা গ্রহণ সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ করেন। প্রধান অতিথি হিসেবে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী উপস্হিত ছিলেন।
এ সময় তথ্য অফিসার মোহাম্মদ আলী বলেন ২০৪১ সালকে সামনে রেখে সরকার প্রতিটি নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য কর্মসূচি গ্রহণ করেছেন। সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসের কারণে জীবনযাত্রা প্রায় অচল তখন সরকার টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে তা আমদানি করে জনগণকে টিকা প্রদান করছে। বর্তমানে শিশুদের করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার টিকা গ্রহণ করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তথ্য অফিসার আরো বলেন প্রচারেই প্রসার এ কথা স্মরণ থেকে আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে প্রচারণা করে কোভিড- ১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন চাঁদপুর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,ইউপি সদস্য মোছাঃ জাহানারা বেগম, মোঃ আব্দুল লতিফ, প্রভাষক এম এ মান্নান, মোঃ জমসেদ আলী মাষ্টার প্রমুখ।
Array