রাঙামাটি প্রতিনিধি:
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ঢাকার পর্যটক নিহত
রুইলুই পাড়া থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সাগর আহমেদ (৩২) এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা থেকে সাজেকে বেড়াতে গিয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার (১৯ অক্টোবর) রুইলুই পাড়া থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা।
স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি । এতে সাত পর্যটক মারাত্মক আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ঢাকা রামপুরা এলাকার লিটু (৩২), মনিয়া মুন (২৯) ও বর্না আক্তার (৩২), মিরপুরের নুর নাহার (২৫) এবং আশুলিয়ার দিদার হোসেন (২৬)।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে। অন্য একটি চাঁদের গাড়িতে করে তাদের দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, “আমরা খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনাকবলিত পর্যটকরা ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে।”
Array