স্পোর্টস ডেস্ক:
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সোমবার (১৭ অক্টোবর) রাতে প্যারিসের থিয়েটার দ্যু শাটেলে’তে তার হাতেই উঠলো ব্যালন ডি’অর ট্রফি। ফ্রান্সের এই খেলোয়াড় প্রথমবারের মতো জিতে নিলেন ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বর্ষসেরার মর্যাদার ব্যালন ডি’অর।
ফ্রান্সের সর্বশেষ ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জেতেন জিদান। কিংবদন্তি এই ফুটবলারের পর পুরস্কারটি দেশে ফেরালেন বেনজেমা। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত হয় মেসি, না হয় রোনালদো এই পুরস্কার জেতেন। ২০১৮ সালে জেতেন লুকা মদ্রিচ, পরের বছর আবারও মেসি।
এবারের ব্যালন ডি’অর জেতার পথে বেনজেমা পেছনে ফেলেছেন রবার্ট লেভানডোভস্কি, কেভিন ডি ব্রুইনে ও সাদিও মানেকে।
চোখে সোনালি ফ্রেমের চশমা ও শাদা শার্টের ওপর কালো স্যুট পরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বেনজেমা।
উচ্ছ্বসিত বেনজেমা বলেন, “এটা আমাকে গর্বিত করেছে। আমি কখনো হাল ছাড়িনি।”
এদিকে বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। প্রথম ফুটবলার হিসেবে দুবার মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন তিনি।
বর্ষসেরা গোলকিপার হিসেবে “ইয়াশিন ট্রফি” জিতেছেন থিবো কোর্তোয়া।
Array