ডেস্ক রিপোর্ট:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ দল।
আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ৯৮ রানে। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৯ রান করেন।
ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে আফগানিস্তান। অধিনায়ক মোহাম্মদ নবী ১৭ বলে অপরাজিত ৪১ ও তৃতীয় উইকেটে নেমে ৩৯ বলে ৪৬ রান করেন ইব্রাহিম জাদরান।
ডানহাতি পেসার তাসকিন আহমেদ ৩ ওভারে ৩০ রান দেন। হাসান মাহমুদ চার ওভার বল করে ২৪ রান দিয়ে পান ২ উইকেট।
অধিনায়ক সাকিব আল হাসান দুটি উইকেট পেলেও চার ওভারে ব্যয়বহুল ৪৬ রান দেন।
জবাবে লাল ও সবুজ জার্সিধারীরা ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করতে সক্ষম হয়।
ওপেনার নাজমুল হোসেন শান্ত (৯ বলে ১২) ও মেহেদী হাসান মিরাজ (৩১ বলে ১৬) রান করেন। সৌম্য সরকার, সাকিব, আফিফ হোসেন, ইয়াসির আলী একেরপর এক বিদায় নিয়ে দলের বিপর্যয় বাড়িয়ে দেন।
মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ৩৩ বলে ২৯ রান করেন ও মুস্তাফিজুর রহমান ১৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন।
বাঁহাতি পেসার ফজল হক ফারুকী কৃপণ বোলিং ফিগারে তিন ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
Array