“লাল সিং চাড্ডা” সিনেমা দিয়ে প্রায় চার বছর পর পর্দায় ফিরেছেন আমির খান। তবে মুক্তির আগেই বয়কটের ডাক হজম করে নেতিবাচকতার মুখে পড়ে ছবিটি। পরবর্তীতে প্রেক্ষাগৃহেও দর্শক প্রত্যাশার সিঁকিভাগও পূরণ না হওয়ায় মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। সব মিলিয়ে আমিরের বড় পর্দায় প্রত্যাবর্তনের অভিজ্ঞতা সুখকর হয়নি।
তবে ওটিটিতে আবার ছক্কা মের দিয়েছে আমির খানের স্বপ্নের এই ছবিটি। প্রেক্ষাগৃহে আসার ছয় মাস পর ওটিটিতে মুক্তি দেওয়ার কথা থাকলে মুক্তির দুই মাসের মধ্যেই ৮০ কোটি রুপি সিনেমাটি কিনে নেয় নেটফ্লিক্স। গত ৫ অক্টোবর পূর্বঘোষণা ছাড়াই হয় প্রিমিয়ারও। আর সেখানেই “লাল সিং চাড্ডা”র বাজিমাত।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ৬৬ লাখ ঘণ্টার বেশি সময় ধরে সিনেমাটি দেখা হয়েছে। নেটফ্লিক্স ইন্ডিয়ার টপ চার্টে সবার চেয়ে এগিয়ে রয়েছে সিনেমাটি।
ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর, ওমান, শ্রীলংকা, বাহরাইন, মালয়েশিয়া, মরিশাস ও আরব আমিরাতেও সিনেমাটি শীর্ষ ১০-এ আছে। এছাড়া, বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী টপ চার্টে ছবিটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
গত ১১ আগস্ট মুক্তি পাওয়া “লাল সিং চাড্ডা” সিনেমাটি টম হ্যাংকস অভিনীত ১৯৯৪ সালের হলিউড ছবি “ফরেস্ট গাম্প” অবলম্বনে নির্মিত। আমির ছাড়াও কারিনা কাপুর খান, মোনা সিং, চৈতন্য আক্কিনেনি প্রমুখও এতে অভিনয় করেছেন।
Array