ডেস্ক রিপোর্ট:
চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের এক দিন আগে রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিরল বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রবিবার কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে।
বিক্ষোভের প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান এলাকার একটি সেতুতে বিশালাকৃতির দুটি ব্যানার ঝুলছে বিক্ষোভকারীদের।
ব্যানারে লেখা, ‘‘কোনো কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনো বিধিনিষেধ নয়, স্বাধীনতা চাই আমরা। কোনো মিথ্যা নয়, মর্যাদা চাই আমরা। কোনো সাংস্কৃতিক বিপ্লব নয়, সংস্কার চাই আমরা। কোনো নেতা নয়, ভোট চাই আমরা। কোনো দাস নয়, নাগরিক হতে চাই আমরা।’’
আরেক ব্যানারে অধিবাসীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ধর্মঘট করার আহ্বান জানানো হয়।
এতে দেশটির প্রেসিডেন্টকে স্বৈরশাসক ও জাতীয় বিশ্বাসঘাতক আখ্যা দেয়া হয়েছে। সেই সঙ্গে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্যও বলা হয়েছে।
তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ দ্রুত বন্ধ হয়ে যায়।
সংবাদকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছু দেখতে পাননি। সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে প্রায় ২৩শ’’ শীর্ষ কর্মকর্তা ও দলীয় প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, এবার কংগ্রেসে বিগত কয়েক দশকের রীতি অনুসরণ না করে শি জিনপিংকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসাবে।
এদিকে দেশটিতে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান হলে কর্তৃপক্ষ কঠোর নিয়ম জারি করে। এবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্মেলনস্থলের আশপাশের এলাকাগুলোয় সামরিক পুলিশের টহল বাড়ানো হয়েছে।
Array