অনলাইন রিপোর্ট:
সড়কে নেমেছে নগর পরিবহনের ৫০ বাস
রাজধানীতে গণপরিবহনে যাত্রী সেবার মান বাড়াতে বাস রুট রেশনালাইজেশনের নামছে আরও ৫০টি নতুন বাস। ঘাটারচর-ডেমরা রুটে ঢাকা নগর পরিবহনের নামে চলবে বাসগুলো।
গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নতুন রুটে বাস চলাচলের উদ্বোধন করবেন।
রাজধানীর ২২ ও ২৬ নম্বর ঘাটাচ্ছর থেকে স্টাফ কোয়ার্টার ও কদমতলী রুটে নগর পরিবহন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গণসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, বাস রুট রেশনালাইজেশনের আওতায় আজ সড়কে নামছে আরও ৫০টি বাস। ঘাটারচর-ডেমরা রুটে চলাচল করবে বাসগুলো। এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে সভাপতিত্ব করবেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
গাড়িগুলো ২২ নম্বর রুটে অর্থাৎ হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটে চলবে।
Array