মোঃ আতাউর রহমান,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শামীমা সুলতানা সভাপতিত্বে বাড়িঘর, অফিসসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে তা নিভানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লালপুর স্টেশনের টীমের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর লালপুরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার কলাকৌশল প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামীমা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু সহ আরো অনেকে।
Array