গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় নির্বাচন বন্ধের প্রতিবাদে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেছে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের রাস্তায় টায়ার জালিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হতে থাকে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১২ অক্টোবর) গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠ ও স্বাভাবিক হয়েছে বলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ বলেন , নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আমরা ফুলছড়ি-সাঘাটাবাসি হতভম্ব। আমরা এর আগেও অনেক নির্বাচন দেখেছি । এবারের মত সুষ্ঠু নির্বাচন কখনো হয়নি। জাতীয় পার্টি, জামাত-বিএনপির লোকেরা স্বতন্ত্রপ্রার্থীর হযয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন এর ছবি সংবলিত গেঞ্জি গায়ে দিয়ে এরকম মিথ্যাচার করেছে। আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি তদন্ত করেন। ঢাকায় থেকে দেখলেন কাদের দেখলেন সেটা জাতির সামনে তুলে ধরুন।
ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘যে ৫১ টি কেন্দ্রে ঝামেলা হয়েছে সেই কেন্দ্রগুলোর ভোট বন্ধ হবে সেটা স্বাভাবিক। কিন্তু বাকি ৯৪ টি কেন্দ্রের ফলাফল দেওয়া হোক।’
উদাখালি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহ্দী মাসুদ পলাশ বলেন, যদি বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্র না করে তাহলে কেনো ১১ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেনো ফুলছড়ি-সাঘাটা বিএনপির নেতা কর্মীদেরকে নোটিশ দিবে। নির্বাচন কমিশনারের বোঝা উচিত এই নির্বাচন বন্ধের পিছনে ষড়যন্ত্রকারী কারা তা প্রমাণিত।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. রুহুল আমিন, ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল পারভেজ শালু, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, যে কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করে স্থগিতকৃত কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করতে। সেই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন তারা। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
Array