মোঃ শাহাদাত হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোলাহাট সাঠিয়ার বাজার আবারও নতুন রুপে ফিরে এসেছে।
ভোলাহাট থানার আদি যুগের একটি মাত্র বাজার ছিল যা সাঠিয়ার বাজার নামে পরিচিত। বাজারটি অবস্থিত ভোলাহাট উপজেলা থেকে ভোলাহাট থানা যেতে রাস্তার পাশে। এই বাজারটি সরকারি আওতায় ভুক্ত একটি বাজার কিন্তু এক বিশেষ কারণে বাজারটি আজ থেকে প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। অনেক কল্পনা জল্পনার পর আজ শনিবার অত্র এলাকার মানুষদের সমন্বয়ে আবার পুনরায় চালু হলো এই বাজার।
ওই এলাকার গুণীজন আলহাজ্ব মোঃ সাইদুর রহমান হেলাল বলেন, এই বাজারটি নাকি সেই আদি যুগের ভোলার থানার মধ্যে একটিমাত্র বাজার যা বিভিন্ন এলাকা থেকে মানুষ নানান তোরি তরকারি কিনতে আসতো। কিন্তু এই বাজারটি বন্ধ হয়ে যায় একটি বিশেষ কারণে। কারণগুলো জানতে চাইলে তিনি জানান, বাজারের মধ্যে ছিল একটি বড় বটগাছ সেই বট গাছের একটি ডাল নাকি টিনের ছাপড়ার উপর ভেঙে গিয়েছিল তখন ওই এলাকার মানুষজন ভয় পেয়ে গিয়েছিল যদিও আবার পুনরায় কোন ডাল মাথার উপরে পড়ে। তখন আস্তে আস্তে বাজারজাত কমতে লাগলো। অবশেষে বাজারটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু পরিশেষে মানুষের অনুপ্রেরণা ও ভালোবাসার ভিত্তিতে বাজারটি পুনরায় চালু হলো।
তিনি আরো জানান, বাজারটি একটি সরকারি বাজার। জানা গেছে, ভারতের মালদা থেকেও নাকি মানুষ আসতো এই বাজারে বাজার করতে।
এই বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ এর সাথে সাক্ষাৎ করলে তিনি জানান, এ বাজারটি ছিল অনেক আগের একটি সরকারি বাজার।
কিছুদিন আগে আমার সাথে ওত্র এলাকার কয়েকজন ব্যক্তি বাজার সম্পর্কে পুনরাই ধারণা দেন যেন বাজারটি আবার নতুন করে চালু হয়।
তিনি আরো জানান, আমি উপরোক্ত কর্মকর্তার সাথে কথা বলে বাজারটি পুনরায় চালু করেছি। ইনশাআল্লাহ এ বাজারটি পুনরায় চালু হয়ে মানুষদের মাঝে আনন্দ ফিরে এসেছে। আমিও চাই এ বাজারটি যেন জন্ম-জন্মান্তরের জন্য থেকে যাক।

