মৌসুমি বায়ুর সক্রিয়তায় সারাদেশ বৃষ্টি বেড়েছে। রাজধানীর ঢাকায় কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আজ বুধবারও এই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কমতে পারে দিনের তাপমাত্রা।
গত কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা কমছে আবার বাড়ছে। এ অবস্থায় মৌসুমি বায়ু (বর্ষা) দেশ থেকে বিদায় নেবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেটে।
এসময় সিলেটে সবচেয়ে বেশি ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে ৬৬, ঈশ্বরদীতে ৫১, রাজশাহীতে ৪৪, বগুড়ায় ৩৩, তেঁতুলিয়ায় ৩১, রাঙ্গামাটিতে ২৯, খেপুপাড়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Array