উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে বাজারজাত করার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২০ মে ২০২৫) দুপুরে উপজেলার কিশামত তবকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র গুরুতর অসুস্থ গরু জবাই করে তা বাজারে বিক্রির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্টদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
১. পল্লী চিকিৎসক আজিমনুর রহমান (৪২) ঠিকানা: পশ্চিম নাওডাঙ্গা, উলিপুর পৌরসভা। অপরাধ: নিবন্ধনবিহীন পশু চিকিৎসা। শাস্তি: ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা।
২. পল্লী চিকিৎসক জসিম উদ্দিন (২৮) ঠিকানা: পশ্চিম শিববাড়ি, উলিপুর পৌরসভা। অপরাধ: নিবন্ধন ছাড়াই পশু চিকিৎসা। শাস্তি: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা।
৩. শাহ আলম ওরফে নাদু (৩৮) ঠিকানা: একতাপাড়া। অপরাধ: পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ লঙ্ঘন। শাস্তি: ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
৪. সৌরভ কুমার পাল (৩২) ঠিকানা: কিশামত তবকপুর। অপরাধ: স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাংস বাজারজাতের চেষ্টায় জড়িত থাকা। শাস্তি: ৫,০০০ টাকা জরিমানা; শান্তিপূর্ণ আচরণের শর্তে মুচলেকায় মুক্তি।
৫. নুর ইসলাম (৩৪) পেশা: কসাই ও মাংসবাহী মোটরসাইকেলচালক। অপরাধ: অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেও প্রমাণ দুর্বল হওয়ায় সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের স্বার্থে এ ধরনের অনৈতিক ও বিপজ্জনক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট আইনের আওতায় ভবিষ্যতেও দোষীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।
Array