পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা উৎসব – ২০২৫’। ১৮ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের ইতিহাসে এই প্রথম আয়োজন করা হয় গবেষণা উৎসব। তবে উৎসব ঘিরে প্রশংসার চেয়ে বেশি আলোচনায় এসেছে বানান ভুলের মহোৎসব।
‘পবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবের ব্যানারে একসঙ্গে নয়টি বানান ভুল ধরা পড়ে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত ব্যানার সরিয়ে ফেলেই অনুষ্ঠান সম্পন্ন করতে হয় আয়োজকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি, যদিও অনলাইনে যুক্ত ছিলেন তিনি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং সিনিয়র প্রফেসর মো. হামিদুর রহমান।
অনুষ্ঠান শুরু হওয়ার সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে ব্যানার টানানো হয়। এরপর একে একে চোখে পড়ে একাধিক বানান ভুল। ব্যানারে ‘Livestock’-এর পরিবর্তে লেখা হয় ‘Live stock’, থিম “Research for Coastal Resilience”-এ ‘Coastal’ এর জায়গায় লেখা হয় ‘Costal’। আয়োজক প্রতিষ্ঠানের নাম ‘Research and Training Center (RTC), PSTU’ লিখতে গিয়ে করা হয় ‘Orgnaize’ এবং ‘Traning’ এর মতো স্পষ্ট বানান ভুল।
সবচেয়ে গুরুতর ভুল ছিল সভাপতির পদবিতে। রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ ছিলেন সভাপতির দায়িত্বে, কিন্তু ব্যানারে তাঁকে ‘প্রো-ভাইস চ্যান্সেলর, পবিপ্রবি’ হিসেবে উল্লেখ করা হয়।
এমন ভুল দেখে কেউ কেউ ধারণা করে বসেন যে হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছে! এসব গুরুতর ভুলের কারণে ব্যানার সরিয়ে ফেলেই অনুষ্ঠান চালিয়ে যেতে বাধ্য হন আয়োজকরা।
অতিথিদের উপহারস্বরূপ দেওয়া ব্যাগেও বানান ভুল চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের নামের নিচে ‘পটুয়াখালী’ বানানেও ভুল করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, “একটি আন্তর্জাতিক মানের গবেষণা উৎসবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সব সিনিয়র শিক্ষক উপস্থিত, সেখানে এমন ভুল থাকলে তা আমাদের শিক্ষার মান নিয়েই প্রশ্ন তোলে।”
ব্যানার ছাড়া অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “ব্যানারটি গতকাল রাত ১১টায় তৈরি করা হয়েছিল। এরপর আর চেক করা হয়নি। অনুষ্ঠানের শুরুতে ভুলগুলো চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যানার সরিয়ে নিই এবং ব্যানার ছাড়া অনুষ্ঠান সম্পন্ন করি।”
এতসব ভুলের দায় আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে তিনি স্বীকার করে বলেন, “ব্যানার ছাড়া অনুষ্ঠান আয়োজন করা যদি লজ্জাজনক হয়, তবে এর পুরো দায় আমারই। আমি চেষ্টা করেছি, হয়তো আমার অসাবধানতাই এর জন্য দায়ী।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Array