সুশীল সমাজের পর্যবেক্ষণে বর্তমান কমিশন সবচেয়ে যোগ্য এবং স্বচ্ছ কমিশন। সততা ও দক্ষতার বিষয়ে সর্বাধিক গ্রহণযোগ্য। কিন্তু অতীত কমিশনের বিতর্কিত কর্মকর্তাদের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে বর্তমান কমিশন হস্তক্ষেপের মাধ্যমে শৃংখলা ও স্বচ্ছ অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের বিষয়ে আরও আন্তরিক হওয়া খুবই জরুরি। পূর্বের চার্জশিট পুনঃতদন্ত,অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা বর্তমান সময়ের যৌক্তিক দাবী।
গত কমিশনের কথিত দরবেশ বাবার সিন্ডিকেট এখনো প্রশাসন, মানি লন্ডারিং ,ব্যাংকিং শাখা সহ সজেকার গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন ।
একাধিকসুত্রে জানা গেছে, দরবেশ সিন্ডিকেট কমিশনকে তাদের পছন্দের লোকদের সুবিধা দিতে ভুল তথ্য উপস্থাপন করেন বলে জানিয়েছেন।
কোন কর্মকর্তার তদন্তানাধীন মামলার সংখ্যা ২০/২৫ টি থাকার পরও অনেক কম দেখায়। কোন কর্মকর্তা বদলির জন্য উপস্থাপন করলে তার বর্তমান কার্যকাল ৫ বছরের স্থলে ৫ মাস লেখার মত অভিযোগ রয়েছে। টাঙ্গাইলে একজন অনুসন্ধানকারী কর্মকর্তার বিরুদ্ধে আসামিকে তার মোট সম্পদের ১/৩ অংশ উৎকোচ দাবি করার মতো অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি কর্তৃপক্ষ কে জানানোর পর ও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমন অবস্থা চলতে থাকলে বর্তমান কমিশন ও প্রশ্নবিদ্ধ হবে।
চট্টগ্রাম অঞ্চলে বাড়ি ও প্রধান কার্যালয় এর কর্মরত
এস.আলমের এক আত্মীয়কে ইসলামী ব্যাংক ও এস.আলম গ্রুপের মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও ২০২১ সালে রংপুরের গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন ইউএনও মো: আব্দুল হান্নান কে ৬হাজার টন টিআরের চাল দূর্নীতির মামলা থেকে অদৃশ্য শক্তির প্রভাবে বাদ দেয়া হয়েছে( মামলা নম্বর: রংপুর সজেকা ৯ ) তারিখ ২৬.০৮.২১। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। দুদক কর্মকর্তা বলেন, পূর্বের একজন সৎ এবং দক্ষ তদন্তকারী কর্মকর্তা যথেষ্ট প্রমাণাদি সহকারে জনাব আব্দুল হান্নান কে চার্জশিট এ অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু সম্প্রতি অদৃশ্য কারণে তার নাম বাদ দিয়ে চার্জশিট দাখিল করা হয়েছে।আব্দুল হান্নান বর্তমানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর উপসচিব ( এমপিও ) পদে কর্মরত আছেন ।
গত কমিশনের অনুমোদনকৃত কিছু চার্জশিট নতুন তদন্তকারী কর্মকর্তা দিয়ে পুনরায় তদন্ত করলেই দরবেশ সিন্ডিকেটের দৌরাত্ম টের পাওয়া যাবে।
Array