অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
29th Apr 2025 6:36 pm | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত বক্তব্য রাখেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা মেডিকেল অফিসার হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম সরকার, তবকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
Array