নেত্রকোণা প্রতিনিধি;
দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে গণবিরোধী, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটোয়া বাহিনী কর্তৃক ভোলায় নূরে আলম, আব্দুর রহিম, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন, যশোরে আব্দুল আলিমসহ ৬ জন বিএনপি নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে নেত্রকোণায় শোক র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা জেলা বিএনপি এই কর্মসূচীর আয়োজন করে।
শোক র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে থেকে শুরু হয়ে কুরপাড় মাস্টারবাড়ির সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, যুবদল নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি সারোয়ার আলম এলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন, গুম-খুন করে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।
Array