অর্থ পাচারকারীদের শনাক্ত করা খুব কঠিন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “পাচারকারীরা হচ্ছে শয়তানের মত। শয়তান শিরা-উপশিরায় যায়, তাকে দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডে দুর্ভোগ মানুষ ভোগ করে। পাচারকারীদের জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি। পাচারকারীকে যদি আমার কোনো না কোনোভাবে ধরতে পারি, ছাড় দেব না।”
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “যেগুলো অনুসন্ধান চলছে সেগুলো আমার কাছে আজ পর্যন্ত আসেনি। যেগুলো চার্জশিট হওয়ার সেগুলো অনেক আগে হয়ে গেছে।”
ঢাকার পূর্বাচলে প্লট ও রূপপুর প্রকল্পে ‘অনিয়মের’ অভিযোগের বিষয়ে বক্তব্য তুলে ধরতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তিন দফা নোটিশ দিয়েও সাড়া পায়নি দুদক।
টিউলিপের ঢাকার দুটি ঠিকানায় মাস দুয়েকের মধ্যে পাঠানো এসব নোটিশের ‘রেজিস্ট্রি’ চিঠি প্রতিবারই কেউ গ্রহণ না করায় ফেরত আসার তথ্য দিয়েছেন তদন্ত সংস্থা দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর গণমাধ্যমে দেওয়া মন্তব্য প্রসঙ্গে তিনি জানান, “সেটার ইতিমধ্যে জবাব দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়েছে। চেয়ারম্যান এর জবাব দিয়েছেন। জবাব হল, বাংলাদেশের আদালতে এসে তিনি নিজেকে ডিফেন্ড করবেন।”
Array