নিজস্ব প্রতিবেদক:
গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার সময় চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের চাপাই বাজারে ৪ জন মাদ্রাসার ছাত্রকে অপহরণের হাত থেকে উদ্ধার করে এলাকাবাসী। বাচ্চা গুলোর বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর।
বাচ্চাদের দেওয়া তথ্য মতে জানা যায়, তারা বাসা থেকে সকালে নাস্তা করে এক ভ্যানওয়ালার কাছে মাদ্রাসা যাওয়ার কথা বলে ভ্যানে উঠে যায়। কিন্তু মাদ্রাসার দিকে ভ্যানওয়ালা না গিয়ে গোমস্তাপুর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রোডে চলে যেতে লাগে।
বাচ্চারা জিজ্ঞাসা করলে ভ্যানওয়ালা বাচ্চাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গোবরাতলা ইউনিয়নের মহিপুর বাজারে নিয়ে চলে আসে। উক্ত স্থানে ভ্যানওয়ালা বাচ্চাদের ভ্যান ভাড়া চাইতে গেলে বাচ্চা গুলো নাকচ করে অথবা তাদের কাছে ভ্যান ভাড়া নাই একথা বলে।
বাচ্চাগুলো আরো বলে, তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে টাকা নিয়ে আসতে বলে এবং আরো বলে দোকানদারদের নিকট পারলে টাকা তুলে নিয়ে এসে আমাকে দে। তখন বাচ্চাগুলো দোকানে গেলে ভ্যানওয়ালা পালিয়ে যায়। বাচ্চা গুলো কোনো হুদিস না পাওয়াই অন্য এক অটোওয়ালার কাছে গিয়ে মহিপুর থেকে চাপায় যাবে বলে উঠে যায়।
যখন চাপাই বাজারে বাচ্চা গুলোকে নামিয়ে দেয় তখন গোবরা তলা ইউনিয়ন আনসার ও বিডিপি দল নেতা এ মাজুল ইসলাম ফুয়াদ জিজ্ঞাসা করে কোথায় যাবে। তখন সব ঘটনা বাচ্চাগুলো খুলে বলে এবং এমাজুল ইসলাম ফুয়াদ বাচ্চাগুলোকে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
বাচ্চাগুলোর ঠিকানা:- মুস্তাকিম (৮) পিতা তোহিদুল, শাহাদাত (৯) পিতা রুহুল আমিন, তাহসিন (১০) পিতা শরিফুল, সোলাইমান (১০) পিতা মিলন। উভয়ের গ্রাম:- সাহেবগ্রাম, চৌডালা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। এবং তারা সবাই সেখানকার স্থানীয় নূরে মাদীনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
উক্ত ঘটনায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রইস উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সত্য ঘটনাটি সত্য অভিযান চলমান রয়েছে। ভ্যানওয়ালা আটক হলে ই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Array