বার্তা কক্ষ
21st Mar 2025 3:52 pm | অনলাইন সংস্করণ
মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান: ইতালির ভেনিসে দীর্ঘ ১৮ বছর যাবত বাংলার কৃষ্টি কালচার বাংলা ভাষা শিক্ষা দিয়ে আসছেন ভেনিস বাংলা স্কুল। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বাংলা ভাষা শিক্ষা, বড়দের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা, আরবি ভাষা শিক্ষা এবং কম্পিতি শিক্ষা দেওয়া হয়।
বাংলাদেশের সকল জাতীয় দিবস গুলো পালন করা হয়। সম্প্রতি বাংলা স্কুল মারঘারাতে আরো একটি শাখা করার লক্ষ্যে মারঘারাতে বসবাসরত কমিউনিটি ব্যক্তি বর্গ গনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সে সময় স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরকম একটি মহৎ উদ্যোগকে তারা স্বাগত জানান। এবং সার্বিক সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।
ঈদুল ফিতর এর পরে শাখাটি উদ্বোধন হবে বলে আশা ব্যক্ত করেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।