ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চর ইসবপুর মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ দিলোয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাব আলী,ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজুয়ানুর রহমান শাহীন,সেক্রেটারি আনহার মিয়া,ডা:সিরাজুল ইসলাম,ডা: মনিমোহন মুখার্জি,গোয়ালাবাজার জনতা ব্যাংক শাখার ম্যানেজার সন্দীপন তালুকদার,ওসমানীনগর সাংবাদিক ইউনিয়ের সভাপতি মুহিব হাসান,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা,কোষাধ্যক্ষ কবির আহমদ,সদস্য মো. কয়েছ মিয়া,এমদাদুর রহমান খান, ব্যবসায়ী জুয়েল মিয়া ও স্বাস্থ্য সহকারী রফিক মিয়া প্রমুখ।
Array