মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান: প্রতিবারের ন্যায় এবারও ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কাশেম শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবাহ উদ্দিন মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার হাকিম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নেয়ামুল চৌধুরী, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন, সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সহ- সভাপতি সোহানুর রহমান উজ্জল, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি ও ডামুড্যা উপজেলা এসোসিয়েশন অফ ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ্ সোহেল, ভেনিস নাগরিক কমিটির সহ-সভাপতি এইচ এম হাকিম লাকুরিয়া, সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, ভেনিস বিএনপি নেতা আক্তার মোল্লা, মোঃ ফারুক হোসেন, টিটু সরদার, সাখাওয়াত হোসেন ইমন।
আরো উপস্থিত ছিলেন ভেনিস কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনসহ আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ, আলোচনা শেষে দেশ ও মুসলিম জাহানের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন সম্মিলিত নাগরিক কমিটির সদস্য আবুল হাসনাত।
Array