ওসমানীনগর প্রতিনিধি::
পবিত্র রমজান মাস আগমন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে আনজুমানে তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়লাবাজার মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে। নিত্য প্রয়োজিনীয় দ্রব্যমূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। অযতা দাম বড়িয়ে ভোগান্তি সৃষ্টি না করে সিন্টিকেটের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার দাবী জানান ।
উপজেলা আনজুমানে তালামীযে ইসলামিয়ার সহ-সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফির পরিচালনায় পথ সভায় বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ মুহাম্মদ আজাদ আলী, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সহ সভাপতি মাহবুব খাঁন, সাংগঠনিক সম্পাদক ফয়ছল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুমান আহমদ, প্রচার সম্পাদক ফরহাদ আলী, সহ অফিস সম্পাদক মঈনুল ইসলাম শিপন, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন সভাপতি সজিদ আহমদ, বুরুঙ্গা ইউনিয়ন সভাপতি ফাহিম আহমদ, সাধারণ সম্পাদক মাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর, গোয়ালাবাজার ইউনিয়ন সহ সভাপতি মাহিদ আহমদ, তাজপুর ইউনিয়ন সভাপতি শাকির আহমদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, উছমানপুর ইউনিয়ন সভাপতি রুহেল আহমদ তালুকদার, মাদার বাজার আঞ্চলিক শাখা সভাপতি লাহিন আহমদ, চকবাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন, আবদুল জব্বার পলাশ ও রাকিব আলী প্রমুখ।
Array