• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • একুশ হলো শোক, গর্ব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার দিন : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    21st Feb 2025 4:21 pm  |  অনলাইন সংস্করণ

     

    যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।

     

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

     

    এরপর ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

     

    বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

     

    তিনি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত দেশের জন্য বিভিন্ন আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “একুশ হলো শোক, গর্ব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার দিন। আর তা শুধু আজকের দিনের জন্যই নয় অনাগত দিনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একুশের যে শিক্ষা বা প্রভাব তা অনাগত ভবিষ্যত প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

     

    প্রধান অতিথি আরও বলেন, “ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হয় আবার ভাষার ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশ বিভক্ত হওয়ার চেতনা তৈরি হয় ১৯৫২ সালে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠদের ভাষা বাংলা হলেও সংখ্যালঘিষ্ট কিছু এলিট শ্রেণির ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে শুরু হয় আন্দোলন। এদেশের জনগণ বিশেষ করে ছাত্র সমাজ পাকিস্তানের এই প্রভূত্ব ও বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং আন্দোলনে আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রভূত্ব ও বৈষম্য কখনও স্থায়ী হয়নি এবং ভবিষ্যতেও কখনও স্থায়ী হবে না।”

     

    মা, মাতৃভূমি ও মাতৃভাষা একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করে উপাচার্য বাংলা ভাষায় গবেষণাকর্ম সম্পাদন করে পরবর্তী প্রজন্মের জন্য দিকনির্দেনা দেওয়ার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

    বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফের ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ২১ ফেব্রুয়ারি-২০২৫ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা।

     

    স্বাগত বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন ও ২১ ফেব্রুয়ারি ২০২৫ উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. তপন কুমার সরকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    এদিকে ভাষা শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728