পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির নাট্যকর্মীদের পরিবেশনায় সোমবার (০৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.৩০ টায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘অদ্ভুত’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন শাকিবুল হাসান। সহযোাগী নির্দেশনায় ছিলেন আশরাফিয়া ইসলাম তোশিবা। নাটকটির শিল্প নির্দেশনায় ছিলেন সামিহা তাসনিম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র প্রশিক্ষণ বিভাগ দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ এর আয়োজন করেছে। পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে নির্মিত হয়েছে এই নাটক।
নাটকটি জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের নাট্যকর্মীদের পরিবেশনায় পরিবেশিত হবে আগামীকাল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোঃ মোতাহার হোসেন হাওলাদার, আব্দুল্লাহ আশরাফ অপূর্ব, স্বপ্নীল দাস, মোঃ শাহারিয়া, মেহেলী আফরোজ সুপ্তি, সুদিপ্ত ঘোষ, মোসাঃ জান্নাতুল ফেরদৌসী, মেহেরুন্নেছা শান্তা, আরওয়া সাওদা, আহনাফ ইবনে সিয়াম, জাহিয়া বিনিতা নোরা, হুমায়রা আসিফা, মোঃ জহির রায়হান, আসিফ আহমেদ, নুসরাত জাহান মনি, ফারহানা জামান মৌমি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, জুলাই বিপ্লব এবং স্বৈরাচার পতনের পর দেশ এক অস্থির পরিস্থিতির মুখোমুখি। এই অস্থিরতা মানুষের মনস্তত্ত্বেও গভীর প্রভাব ফেলেছে। নতুন এই পরিস্থিতি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, গুম-হত্যা, জেল-জুলুম, মিথ্যা মামলার ভীতি থেকে মুক্তি দিয়েছে। আমাদের শিল্পচর্চা অযাচিত বিধি-বিধান, নিষেধাজ্ঞা, দমন-পীড়ন থেকে মুক্ত হলেও সেই মনস্তাত্ত্বিক আঘাত থেকে জনগণের আজও মুক্তি মেলেনি। শিল্পচর্চা আমাদের সেই মুক্তি ও স্বতঃস্ফূর্ততা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই শিল্পচর্চা আমাদের সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন খুবই জরুরী। এই লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী একটি উৎসবমূখর পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সেই সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র প্রশিক্ষণ বিভাগ দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ এর আয়োজন করেছে। গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে শহীদ মুনীর চৌধুরী কে নিয়ে প্রথমবারের মত এমন একটি জাতীয় নাট্যোৎসবের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।
আমি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করি। সেইসাথে এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত সকল কলাকুশলী প্রশিক্ষক ও নাট্য নির্দেশক, জেলা শিল্পকলা একাডেমিসমূহ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র প্রশিক্ষণ বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
নাটকটি দর্শকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সৃজনশীল মানুষ তৈরীতে নাট্যচর্চার কোন বিকল্প নেই, প্রতিবাদের ভাষা হোক নাটকের সংলাপ। নাটকটি অসাধারণ বাস্তব প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এবং খুবই চমৎকারভাবে সেটা উপস্থাপন করেছে শিল্পীরে। নাটক সম্পর্কে এমনটাই জানিয়েছেন দর্শকরা।
নাটকটির রচয়িতা ও নির্দেশক শাকিবুল হাসান বলেন, যে কথাগুলো সহজে বলা যায় না সেগুলো নাটকের সংলাপের মধ্যে দিয়ে প্রকাশ করা যায়। পলিটিক্যাল স্যাটায়ারধর্মী নাটক অদ্ভুত। এই নাটকের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট কিভাবে রচিত হলো এবং কিভাবে ত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন সকাল উপহার পেয়েছি সে বিষয়টি এই নাটকের মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করা হয়েছে।
Array