সম্প্রতি মা হওয়ার খবরে সরগরম ঢালিউড। পরীমণি, বুবলীর ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। এবার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন তার ঘর আলো করে আসছে কন্যা।মাহি মাতৃত্বকালীন অবসরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আজ মাহিয়া মাহি তার এটি ফেসবুক পোস্টে লেখেন, প্রেগ্ন্যাসির সময় যে কষ্ট দেয় মেয়েরা তাকে ক্ষমা করে না।
ফেসবুক পোষ্টটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো: “মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা।
প্রেগন্যান্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে, কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, কে তাকে একটু সেবাযত্ন করেছে তা আজীবন তারা মনে রাখবে।
অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে, কার কাছে কদবেল খেতে চেয়েছিলো কিন্তু সে দেয়নি, কার বাড়ির বিরানির ঘ্রান নাকে এসেছিলো কিন্তু এক প্লেট দেয়নি এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে।
আসলে প্রেগ্ন্যাসিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোন যুক্তি, পরামর্শ, কোন নিয়ম বোঝেনা। অবুঝ শিশুর মতো হয়ে যায়।
পাশের বাড়ির বিড়ালের ঝগড়া দেখেও সে ভেউভেউ করে কাঁদে, আবার অতি শখের জামাটা কেন গায়ে আঁটছেনা এটা নিয়েও ফুপিয়ে কাঁদে।
আমার কথা বলি- আমার প্রেগ্ন্যাসির পুরো সময়টাই আমি কলেজে চাকরি করেছি। রোজই লাঞ্চ নিয়ে যেতাম বাসা থেকে। কিন্তু লাঞ্চ টাইমে খেতে বসলেই কান্না আসতো, কারন পাশের টেবিলে কোন কলিগ হয়তো আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে। আমার সেটা খেতে মন চাচ্ছে কিন্তু লজ্জায় বলতে পারছিনা, তাই এই শোকে আমি কাঁদতাম 🤭🤭🤭।
একদিন কী ভেবে আমার প্রিন্সিপাল ম্যাম আমার জন্য অনেক পদের ভর্তা বানিয়ে নিয়ে এসেছেন। আমি কলেজ থেকে বিদায় নেয়ার সময় ম্যামকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম 😭😭😭।
আসলেই এই সময়টা একটা মেয়ের জীবনের বড় আশ্চর্যের সময়। দেখবেন এই নয় মাসের ঘটনা সে যদি নব্বই বছর বেঁচে থাকে তাও ইনিয়ে বিনিয়ে বলবে- “আলামিনের বাপ প্যাটে থাকতে কতো যে ডিম ওয়ালা কই মাছ খাইতে মন চাইছে, কেউ আইনা দেয়নাই”।
তাই আপনার কাছের মানুষ যদি কেউ প্রেগন্যান্ট থাকে তার যত্ন নিন। অন্য সবার থেকে একটু আলাদা প্রায়োরিটি তাকে দিন। একটু তার দাবীগুলো পূরন করুন।
আর স্বামী হলে- এই নয় মাসের জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে রাত ৩টা বাজে তার তেতুল দিয়ে আইসক্রিম খেতে মন চাইতে পারে 😄😄।”
Array