ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে শেখ ফজিলাতুন নেছা ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও মাওলানা আহমদ আলী হেলালীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান উপলক্ষে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মাদরাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর সভাপতিত্বে এবং শিক্ষক আতাউর রহমান, মুজিবুর রহমান ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে মাদরাসাটি আজ দুর্নীতিবাজদের কবল থেকে মুক্ত। আওয়ামী সরকারের আমলে সারা দেশের ন্যায় এ মাদরাসার ছাত্র-শিক্ষক বৈশষম্যের শিকার হন। মাদরাসার সর্বত্র দুর্নীতিতে সয়লাভ ছিল। ৫ আগস্টে ছাত্রদের আন্দোলনের ফলে ফজিলাতুন নেছা মাদরাসা তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে মাদরসারাটি এগিয়ে যাচ্ছে। মাদরাসার প্রতি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা বেড়েছে।
সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মাওলানা আব্দুল কাইয়ুম, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপংকর দেব শিবু, মাওলানা আব্দুল হাই, ইউপি সদস্য জোবায়ের আহমদ, সাদিকুর রহমান খান, সোলেমান আহমদ, আব্দুল মুকিত, মাওলানা সৈয়দুর রহমান চৌধুরী, মোজাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খলিল আহমদ, হুমায়ুনুর রশিদ চৌধুরী সফি, কাজী খলিলুর রহমান, অধ্যক্ষ জালাল উদ্দিন, মুফতি নেছার আহমদ চট্রগ্রামী ও আতাউর রহমান।
Array