ajkalerbarta
09th Oct 2022 2:45 pm | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। নিহত যুবক মুনতাজ হোসেন (৩২) দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বড়দলদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রোববার ভোর আনুমানিক ৫ টার দিকে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তের ৮২ নং মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা কয়েক রাউন্ড গুলি করলে সে নিহত হয়। নিহত যুবক একজন গরু ব্যবসায়ী ছিল বলে জানান স্থানীয়রা।
সকাল ১০ টার দিকে নিহত যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ। এঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক শাহ মো: ইশতিয়াক (পিএসসি)। পতাকা বৈঠক ও লাশ ফেরত চেয়ে পত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি।
Array