ajkalerbarta
09th Oct 2022 12:58 pm | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে একটি ‘লংফিন ব্যাট’ নামের মাছ। এটির ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম। এর বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা।
গতকাল শনিবার রাত দশটায় কুয়াকাটা সৈকতের কাওসার নামের এক ফ্রাই ব্যবসায়ীর দোকানে এ মাছটির দেখা মেলে। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। পরে এ মাছটি ৩ হাজার টাকায় কিনে নেয় এক পর্যটক। তবে এ মাছ সচরাচর দেখা যায়না বলে জানিয়েছে ফ্রাই ব্যবসায়ীরা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির প্রধান নাম ‘লংফিন ব্যাট ফিস’। এটি টেইরা ব্যাটফিস, লংফিন স্প্যাডফিশ বা গোলাকার মুখে ব্যাটফিশ নামেও পরিচিত। এটির দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত আকারে বৃদ্ধি পেতে পারে।
Array