নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু রয়টার্সকে বলেছেন, গত শুক্রবার সকাল ১১টার সময় ৮৫ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে গেলে এই ঘটনা ঘটে।
আনামব্রা রাজ্যের গভর্নর চুকউমা চার্লস সোলুডো এক বিবৃতিতে বলেছেন যে ১০ জন ডুবে গেছে।
অ্যানামব্রা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এলাকার বাসিন্দা এবং সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি চালু হওয়ার কিছুক্ষণ পরেই ঢেউয়ের কবলে পড়ে।
ওগেন বলেন এটি স্থানীয়ভাবে তৈরি একটি নৌকা যা শতাধিক লোক নিতে পারে, দুর্ভাগ্যবশত এর ইঞ্জিন ব্যর্থ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হল। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫ লাখ মানুষ।
ওগেনে জানান, বন্যা আটটি সম্প্রদায়কে ওগবারু স্থানীয় সরকার এলাকার অন্যদের সঙ্গে সংযুক্ত করা বড় একটি সড়কের ভয়াবহ ক্ষতি করেছে, যে কারণে বাসিন্দাদের অনেককেই নৌকায় চেপে যাতায়াত করতে হচ্ছে।
এদিকে কৃষকরা বলেছেন, গত দুই বছর এমনিতেই দেশটির লাখ লাখ মানুষ খাবার যোগাড়ে হিমশিম খাচ্ছে। বন্যার পানি বাড়তে থাকায় এখন খাবারের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স
Array