আজকালের বার্তা প্রতিবেদন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ আয়োজিত “জেএমসি মিডিয়া বাজ” ২০২৪ এর অন্তর্ভুক্ত এই আয়োজন চলেছে ৪ ও ৫ ডিসেম্বর দুই দিনব্যাপী। এটি একটি বিশেষ আয়োজন যেখানে সারা দেশের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ এবং নির্মাণসমূহ প্রদর্শন করেছেন।
এ বছর জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর মূল বিষয়বস্তু নির্ধারিত হয়েছিল “নিউ মিডিয়া এবং বাংলাদেশ ২.০”। এই থিমের আওতায় ছিলো ন্যাশনাল ১২০ সেকেন্ড শর্ট ফিল্ম কম্পিটিশন (থিম: পজিটিভ বাংলাদেশ)।
অর্ধশতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে মৃত্তিকা রাশেদ নির্মিত “কালার’স অব হোপ” অর্জন করেছে চ্যাম্পিয়ান এর খেতাব। চ্যাম্পিয়নশীপ ক্রেস্ট সহ তিনি পেয়েছেন ২৫ হাজার টাকা আর্থিক সম্মাননা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কালার’স অব হোপ” প্রযোজনা করেছেন তাহসিন মাহিন, চিত্রগ্রহন করেছেন মাহিন খন্দকার, অভিনয়ে ছিলেন ফাইয়াদ জাহিন আদিব এবং তাব্রীশ সাকোরু বাঁধন।
এই শর্টফিল্ম কম্পিটিশনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার রায়হান রাফি এবং ভিকি জায়েদ।