নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৬ বছর পরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপি শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাঃ ইয়াজদানী জর্জ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাঃ আব্দুল কাদের।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোহাঃ ইয়াজদানী রাজী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোহাঃ গোলাম জাকারিয়া।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মুহাঃ মোজাম্মেল হক চুটু, যুগ্ম আহবায়ক মোহাঃ আব্দুস সোবহান মাস্টার, গোমস্তাপুর উপজেলা সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সিনিয়র নেতা ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর আলী , জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রেজা, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন
বিএনপি সূত্র জানায়, সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৮ সালে। দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর আমেজে নেতা কর্মীরা অংশগ্রহন করেন।
Array