ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে বৃহত্তর গলমুকাপন যুব সমাজের উদ্যোগে ৩য় বারের মতো সম্পন্ন হল মিডবার নাইট ফুটসাল টুর্নামেন্ট । উক্ত টুর্নামেন্টে শিরোপা জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এফ এইচ এস ইউকে ফুটবল ক্লাব জটুকোনা।
ফাইনালে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আর এফ এ এফসি জটুকোনা বনাম এফ এইচ এস ইউকে ফুটবল ক্লাব জটুকোনা একে অপরের বিরুদ্ধে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে। জমজমাট এই ম্যাচে ১ -১ গোলে সমতায় থাকায় ট্রাব্রেকারে এফ এইচ এস ইউকে ফুটবল ক্লাব জটুকোনা চ্যাম্পিয়ন লাভ করে।
বৃহস্পতিবার রাতে উপজেলার গলমুকাপন গ্রামের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
বৃহত্তর গলমুকাপন যুব সমাজের মুহিত আহমদ ও মো: ফয়ছল আহমদের যৌথ পরিচালনায় টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন,সমাজসেবী শিব্বির আহমদ ওদুদ, সাইফুল ইসলাম সমসাদ, খছরু মিয়া, তেজন আহমদ, আফছর মিয়া, যুব সমাজের তুরন তালুকদার,ফখরুল ইসলাম,হোসাইন আহমদ ও মোহাম্মদ আলী।
পুরস্কার বিতরনী পূর্বে বৃহত্তর গলমুকাপন যুব সমাজের পক্ষ থেকে যুব সমাজের প্রিয় মুখ যুক্ত রাজ্য প্রবাসী রাশেদ আহমদ ও মুজাক্কির আহমদকে সংবর্ধনা প্রাদন করা হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে নগদ ২৫,০০০ হাজার টাকা, রানার্সআপ দলকে ১৫,০০০ হাজার টাকা
তৃতীয় পুরস্কার ৫০০০ টাকা, চতুর্থ পুরস্কার ৩০০০ টাকা এবং সেরা খেলোয়াড় ও গোলদাতাকে আরো নগদ ৫,০০০ হাজার টাকাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে।
Array