অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
22nd Nov 2024 4:29 pm | অনলাইন সংস্করণ
ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। শুক্রবার (২২ নভেম্বর) সকালে তারা এখানে পৌঁছান।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।
ঢাকায় পৌঁছেই তারা শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সাথে বৈঠক করেছেন। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সাথে বৈঠকের কথা রয়েছে।
জানা গেছে, প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সাথে দেখা করবে।
প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে।
Array